
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, গম, সরিষা, শীতকালীন পিঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসাড়ি, অড়হড় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সারে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবারের চলতি মৌসুমেসর্বমোট ১৩ হাজার ৭শত ৮০জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।#