# শিবগঞ্জ প্রতিনিধি…………………………………….
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবু বক্কর ছিদ্দিক ।
তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদে হলরুমে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনার রশিদ, গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিক বৃন্দ।#