
আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সফল একটি অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে জেলা ডিএনসির একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার গোপালনগর জাহিদনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রবিউল ইসলাম (৪৫), পিতা মো. এনামুল হক, মাতা মোছা. আরাম বানু—দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা পাচার ও বিতরণে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ডিএনসির পক্ষ থেকে আগে থেকেই নজরদারি চলছিল। যথাসময়ে নির্ভুল অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয় ডিএনসি টিম।
অভিযানকালে তার কাছ থেকে মোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ডিএনসি জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#