শিবগঞ্জ প্রতিনিধি………………………………………
রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় বাস্তবায়িত উন্নত মাছচাষ প্রযুক্তি প্রদর্শনী খামার ও মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন মোঃ তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাঃ মোজাম্মেল হক, উপসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; উপপরিচালক (অর্থ ও পরিকল্পনা), মৎস্য অধিদপ্তর; উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ; প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প; এসএডি, ডিডি অফিস, রাজশাহী বিভাগ; সৈয়দ জাহিদুল আনাম, উপসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়; জেলা মৎস্য কর্মকর্তা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ; উপপ্রধান মৎস্য অধিদপ্তর, ডিপিডি, রাজশাহী প্রকল্পসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় মৎস্যচাষি ও উদ্যোক্তাবৃন্দ।
অনুষ্ঠানের সামগ্রিক আয়োজনে পরামর্শ এবং সভাপতিত্ব করেন মোঃ আবুল হায়াত, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।#