নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মাড়কইল এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয় এবং ৩১ নং ওয়ার্ড অর্থপেডিক সার্জারী তে ভর্তি আছে। আহতদের মধ্যে রয়েছেন মানিরুল ও মিজান গ্রুপের ১। আনুয়ার ২।রাকিব ৩। জিয়া ৪।মানিরুল ৫।ইসমাইল ৬। রাব্বানী ৭। মিলন ৮। আলম ৯। শরিফ ১০। আমিরুল ১১। তুষার ১২। আসাদুল ১৩। বাবুল ১৪।ফারুক ১৫।জাহাঙ্গীর আলম ১৬। মাসুদ ১৭। নাজির ১৮। মাসুদ রানা ১৯।ডেজি ২০।হিরা ২১। জোসনা । বিষয়টি নিশ্চত করেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০জন আহত হওয়ার খবর গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।#