# বিশেষ প্রতিনিধি………………………………………………
গ্রামে গ্রামে খেলোয়াড় তৈরীর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন। তাঁর স্বপ্ন ছিল একদিন বিশ্বের কাছে খেলাধুলায় বাংলাদেশ পরিচিতি তুলে ধরবে। সেটা আজ হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় বাঘা উপজেলার বাউসা হারুন-অর-রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।
তিনি আরোও বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সারাদেশে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা টুর্নামেন্ট চালু করেছেন। আমার নির্বাচনী এলাকার কোন খেলোয়াড় আমার দপ্তরে দাবি নিয়ে আসলে কেউ খালি হাতে ফিরবে না ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় পুরুস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা, সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,সিরাজুল ইসলাম মন্টু, ওয়াহেদ সাদিক কবির, মাসুদ রানা তিলু, ফাতেমা মাসুদ লতা, জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুর রহমান শফিক প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিমপাড়া তরুণ সংঘ ১-০ গোলে বাউসা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মাহাবুব হাসান টোটন, সহকারি ছিলেন হাফিজুর রহমান ও মোহাম্মদ বাবু। ধারাভাষ্যে ছিলেন কামরুল ইসলাম। এর আগে বাউসা হারুন-অর-রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতলা ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। #