1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রূপসা বর্নমালা শিক্ষালয়ে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা তানোরে বিদ্যুৎ শাটডাউনে জড়িতরা বহাল তবিয়তে

গোপালগঞ্জের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে, অভিযোগ প্রত্যাখান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রাব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি…………………………………………..

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়েছে গত ১৯শে সেপ্টেম্বর। নিয়োগে বড় রকমের দূর্নীতি ও ঘুষ বাণিজ্য করেছে বিদ্যালয়ের সভাপতি মৃনাল কান্তী রায় পপা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগীরা।

বিদ্যালয়ের সভাপতি চাকুরী ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা নিলেও চাকুরী দিতে ব্যর্থ হয়েছে বলে জানান তারা। চাকরি তো হয়নাই তারপর টাকা ফেরৎ দিতে গড়িমিসি করছেন সভাপতি বললেন ভুক্তভোগী প্রার্থীরা। তারা আরো বলেন, পপা রায় চৌধুরী সাথে কথা বলে চাকরীটা নিশ্চিত পাবে বলে তার এক বিশ্বস্ত কর্মচারির নিকট টাকা দিয়েছে। এ ব্যপারে উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন আমি বিদ্যালয়ের পরিছন্ন কর্মী হিসাবে পরিক্ষা দিয়েছিলাম আমি পরিক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম, বিদ্যালয়ের সভাপতি পপা রায় চৌধুরী পরিক্ষার সময় হলে এসে তিনি আমাকে বলেছিল তোর হাতের লেখা অনেক সুন্দর সমস্য নেই তোর চাকরিটা হবে। সে আমার কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছে। সে আরো বলেন, পপা রায় চৌধুরী আমাকে বলেছিল তুই ছাত্রলগের কর্মী তুই আমাদেরই লোক এই কারণেই তোর কাছ থেকে বিদ্যালয়ের খরচ-খরচা বাবদ ২ লক্ষ টাকা নিলাম।

টাকা দিয়ে চাকুরী না পাওয়া উলপুরের সেলিম মোল্লা বলেন, আমি একজন এতিম, আমার বাবা মারা গেছে ৭ বছর আগে। আমি উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকরী কাম কম্পিউটার অপারেটরে চাকরী বাবদ পপা রায় চৌধুরীর নিকট আমার শেষ সম্বল ২ বিঘা জমি বিক্রি করে প্রায় দেড় বছর আগে ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। আমি বিদ্যালয়ের নিয়মানুজায়ী লিখিত ও মৌখিক পরিক্ষা দিয়েছিলাম লিখিত পরিক্ষায় আমি প্রথম হয়েও চাকুরিটা আমি পেলাম না। সে রাশেদ শেখ নামক এক প্রার্থীর নিকট হতে বার লক্ষ টাকা নিয়ে তাকে চাকরী দিয়েছে। আজ আমি নি:স্ব, আমার টাকাটাও সে ফেরৎ দিচ্ছে না। সে পালিয়েছে, এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমি আমার টাকাগুলো ফেরৎ চাচ্ছি।

বিদ্যালয়ের এই নিয়োগে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে। এই নিয়োগের ব্যাপারে তদন্ত ও নিয়োগ বাতিলের দাবী জানাচ্ছি। নিয়োগে দূর্নীতি ও বাতিলের দাবীতে উলপুর উত্তরপাড়ার শিপন মোল্লা বলেন, পপা রায় চৌধুরীর সাথে কথা বলেই আমি আট লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি তারই এক কর্মচারির নিকট নিরাপত্তা প্রহরীর চাকুরী বাবদ। আমাকে চাকুরীটা না দিয়ে আরো বেশি টাকা খেয়ে চাকরীটা দিল কুদ্দুস খানকে। আমি আমার টাকাগেুলো ফেরত নেওয়ার জন্য পপা রায় চৌধুরীর উলপুরের জমিদার বাড়িতে যাই ওখানে তাকে না পেয়ে তার গোপালগঞ্জের বাসায় যাই, সেখানেও তাকে পাইনি। আমি আমার টাকা গুলো ফেরৎ চাই, সেই সাথে এই অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানাই। এ ব্যাপারে আরো এক ভুক্তভোগী প্রার্থী মাসুম মোল্লা গণমাধ্যম কর্মীদের নিকট বলেন, আমি অফিস সহকরী পদের একজন প্রার্থী ছিলাম। আমি ও আমার বাবা পপা রায় চৌধুরীর সাথে কথা বলে তার উলপুরের জমিদার বাড়ি গিয়ে ৪ লক্ষ দিয়ে আসি, চাকরিটা হলে তাকে আরো ছয় লক্ষ টাকা দিতে হবে কিন্তু সে আমাকে চাকুরীটা না দিয়ে চাকুরিটা দিল রাশেদ শেখ নামক অন্য একজনেকে। শুনেছি তিনি ঐ প্রার্থীর নিকট হতে বার লক্ষ টাকা নিয়েছেন।

মাসুম মোল্লা আরো বলেন, পপা রায় চৌধুরী যাদের কাছ থেকে চাকরি দেবার কথা বলে টাকা নিয়েছে, সকলের সাথে সে প্রতারনা করেছে। আমরা এই আবৈধ্য নিয়োগ বাতিল চাই সেই সাথে আমাদের টাকা ফেরৎ চাই।

সরেজমিনে গেলে জানা যায়, গত ১৯শে সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক কর্মকর্তা, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজির প্রতিনিধি, উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবক কমিটির এক সদস্য সর্বমোট ৫ সদস্য বিশিষ্ঠ কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয়ের কয়েকটি পদের জন্য প্রার্থীদের মাঝে লিখিত ও মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এই নিয়োগ পরিক্ষা শুধুই লোক দেখানো। মূলত এই নিয়োগ দেখিয়ে বিদ্যালয়ের সভাপতি হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এলাকাবাসীর একটাই দাবী ভুক্তভোগীদের নেওয়া টাকা ফেরত ও অবৈধ্য নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যপারে বিদ্যালয়ের সভাপতি মৃনাল কান্তী রায় পপা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সারাজীবন এই স্কুলের স্বার্থে কাজ করেছি, বিদ্যালয়ে যখন যা প্রয়োজন আমার সাধ্য মত দিয়েছি। আজ আমার বিরুদ্ধে উলপুর এলাকার কিছু লোকজন বদনাম ছড়াচ্ছে যে আমি টাকা নিয়েছি বিদ্যালয়ে চাকুরি দেবার কথা বলে, ব্যপারটা নিছক চক্রান্ত। আমি কারোর কাছ থেকে টাকা নেইনি । নিয়োগে কোন দূর্নীতি বা ঘুষ বাণিজ্য হয়নি। ওরা আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে এই সকল বানোয়াট গল্প সকলকে শুনাচ্ছে।

এ ব্যপারে গোপালগঞ্জ সদর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম। প্রত্যেকটি পদে জন্য একজনই নিয়োগ পাবে, তাই হয়েছে। এক পদেতো আর তিন জনকে নেওয়া যাবে না । আমরা আমাদের নিয়মানুজায়ী সবকিছুই করেছি। সভাপতি কি করেছে তা আমরা জানিনা। টাকা পয়সার লেনদেনের ব্যপারে আমরা কিছুই জানিনা। এ ব্যপারে আমরা জড়িত নই।

বিদ্যালয়ের নিয়োগ দূর্নীতি ও ঘুঘ বাণিজ্যর ব্যপারটি সমগ্র উলপুর এলাকায় ছড়িয়ে পড়েছ । সাধারণ মোনুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যপারটি সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন সহ পূন তদন্ত করার অনুরোধ করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট