মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গোরাঙ্গ বাড়ী তীর্থস্থানে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসব উপলক্ষে ভক্তদের পাশে দাঁড়িয়ে মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। শনিবার বিকেলে তিনি তীর্থস্থান পরিদর্শনকালে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সহাবস্থানের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন ব্যক্ত করেন।
এ সময় তিনি নিজ উদ্যোগে ভক্তদের জন্য বিনামূল্যে খাদ্য, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন। পাশাপাশি আয়োজকদের হাতে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি। ভক্তদের সুবিধার্থে অ্যাডভোকেট তারেকের উদ্যোগে স্থাপন করা হয় ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা কেন্দ্র, ডাক্তারি পরীক্ষা ব্যবস্থা, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের জন্য বিশ্রামাগার। এছাড়া সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুবিধার্থে পৃথক আপ্যায়ন ও বিশ্রামস্থলের ব্যবস্থাও করেন তিনি। তার এই মহতী উদ্যোগে উৎসবে আগত ভক্তরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। তিরোভাব তিথি মহাউৎসবের এই বিশাল আয়োজনে তাঁর এমন সহযোগিতা গর্বের বিষয়। আগামী দিনে তাকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল বলেন, “৪৩ বছর ধরে আমি এই উৎসবের সঙ্গে যুক্ত, কিন্তু তারেক সাহেবের মতো আন্তরিকতা আগে দেখিনি। আমরা তাঁর জন্য প্রার্থনা করি যেন তিনি জনপ্রতিনিধি হয়ে এসে খেতুরধানের উন্নয়ন করেন।” অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচিত হলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেব, যিনি সব সময় তাদের পাশে থাকবেন।”
প্রতি বছর গোদাগাড়ীর প্রেমতলী গোরাঙ্গ বাড়ীতে আয়োজিত এই তিরোভাব তিথি উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ ভক্তের সমাগম ঘটে। ধর্মীয় আবহ, ভক্তি আর আনন্দে মুখর এই মহাউৎসব আগামীকাল শেষ হবে।#