শাহাদত হোসের খোকন/শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগন্জ শান্তিরাম কালিতলা আসামিরা সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এব্যাপারে গাইবান্ধা ১ ম আদালত মামলা দায়ের রয়েছে।
জানা যায়, সাংবাদিক সুমা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগন্জ শান্তিরাম কালিতলা মুন্নি আক্তারের আমার খালাতো বোনের বাড়িতে বেড়াতে গেলে ১৯/০১/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬ টার দিকে আসামি ১. শাকিব পিতা যুবরাজ মিয়া ২. শাহিন পিতা যুবরাজ ৩. যুবরাজ পিতা মৃত জরমাল ৪ শাহিনুর স্বামী যুবরাজ মিয়া উভয়ের সাং শান্তিরাম ওয়ার্ড নং ৩, থানা সুন্দরগন্জ, জেলা গাইবান্ধা, ৫. মোছাঃ শাহানা বেগম পিতা মোঃ জয়নাল হ্বাজী, ৬. জয়নাল হ্বাজী পিতা অঙ্গাত উভয়ের সাং চান্দের মোড় যুগিপাড়া থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা, ৭. রুহুল আমিন পিতা আছর উদ্দিন গ্রাম তেঁতুল তলা গোবিন্দপুর লক্ষীপুর থানা গাইবান্ধা সদর জেলা গাইবান্ধা।
তারা এই বলে হুমকি দেয় যে, মারামারি মামলা নং ২৩/২৪ তুলে না নিলে মেরে লাশ নদীতে ফেলে দিবে। এতে করে পেশাগত কাজ হুমকির মুখে পড়েছে। ঐ সাংবাদিক ঘরের বাইরে বের হতে পারছে না, চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।#