গাইবান্ধা থেকে সাংবাদিক মোঃ শাহাদৎ হোসেন খোকন / মোছাঃ শাহরিন সুলতানা সুমা……………………………..
গাইবান্ধা জেলার খামার ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় প্রাথমিক বিদ্যালয়ও মাদ্রাসা নানান সমস্যায় নিপতিত। উর্ধবতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়না। নানা প্রতিকুলতার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠার পাঠদান চলছে। সমস্য, সংকট তীব্র হওয়ার পরও নিরসনের কোন উদ্যোগ নেই শিক্ষা মিন্ত্রণালয়ের। এতে করে শিক্ষা কার্যক্রম দারুনভাবে ব্যহত হচ্ছে।
একান্ত সাক্ষাৎকারে প্রধান শিক্ষক জানান, খামার ধুবনী সরকারি প্রাথমিক দ্যালয়টিতে মনোরম পরিবেশে লেখাপড়া চলিতেছে যার বিদ্যালয় নং ৮৪ ছাত্র ছাত্র ২৪৫ জন শিক্ষক সংখ্যা ৮ জন জমি ৫ শতক দান করেন নিয়াশা মামুন বেপারী বিদ্যালয়টিতে সীমানা প্রাচির নেই, মাপযোগ করা হয়েছে এখনো কাজ করা হয়নি।
বিদ্যালয়টিতে ৭টি কক্ষ রয়েছে। একটির মান ভাল অন্য গুলো সংস্কার করা প্রয়োজন। আমাদের প্রতিনিধি মোছাঃ শাহরিন সুলতানা সুমা জানান, শোভাগঞ্জ ক্লাস্টারের অধিনে নাড়ির কুড়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়টি বিভিন্ন সমষ্যায় জর্জড়িত।
একান্ত সাক্ষাৎকারে প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান মঠোফোনে জানান বিদ্যালয়টির জন্য বহুতল ভবন নির্মান করা প্রয়োজন। বিদ্যালয়টি ২০০৭ খ্রিঃ স্থাপিত হয়। শিক্ষক সংখ্যা ৬ জন ছাত্র ছাত্রী ২২৭ জন বিদ্যালয় নং ১৪৯ ইমেস কোড নং ৯৯৭০৮০৭৯৩০২ জমির পরিমান ৩৩ শতক ভবন দরকার সীমানা প্রাচীর নাই।
আমাদের প্রতিনিধি জানান ধাপাচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা বিধ সমস্যায় জর্জড়িত বিদ্যালয় নং ৭১ শিক্ষক সংখ্যা ৫ জন ছাত্র ছাত্র ৩৩৫ জন স্থপিত ১৯০১ খ্রিঃ একতলা ভবনটি দ্বিতলা করা প্রয়োজন।
মোঃ শাহাদৎ হোসেন খোকন জেলা প্রতিনিধি জানান, ছাপরহাটি ইউনিয়নের অবস্থিত ধাপাচিলা এম ইউ দাখিল মাদ্রাসাটি নানা বিধ সম্যায় জর্জড়িত একান্ত সাক্ষাৎকারে অত্র মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম এই প্রতিনিধি কে জানান অত্র প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে লেখাপড়া চলছে শিক্ষক সংখ্যা ১০ জন কর্মচারী ৩ জন মোট ১৩ জন স্টাফ রয়েছে। ছাত্র ছাত্রী ১২০ জন দাখিল পরীক্ষায় ১৫ জনের মধ্যে ১ জন অসুস্থ থাকার কারণে ৪ টি পরীক্ষা দেয় বাকী পরীক্ষা দিতে পারেননি। সুপার জানান, মাদ্রাসাটিতে সীমানা প্রাচীর নেই জমির পরিমান ১ একর। উল্লেখিত সমস্যা বলী সমাধানে এলাকাবাসী বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।#