মো. শাহাদত হোসেন খোকন, স্টাফ রিপোর্টার/ শাহরিন সুলতানা সুমা: গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনে শুধু মাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রারম্ভিক তারিখ থেকে যাত্রা বিরতি আছে। কিন্তু অতি পরিতাপের বিষয় আজ ও ট্রেনটি স্থায়ী বিরতিকরন হয়নি। অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলি বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন, করতোয়া এক্সপ্রেস ট্রেন ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনগুলো বিরতির দাবি জানিয়েছে এলাকাবাসি ।
উত্তরবঙ্গের জেলাশহরগুলোতে চিকিৎসা শিক্ষা ব্যাবসা -বাণিজ্যা ও চাকুরীর জন্য যাওয়া খুবই দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী বুড়িমারী এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস দোলনচাঁপা এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ালে নলডাঙ্গা সহ আশেপাশের এলাকাবাসী খুবই উপকৃত হবে।ট্রেনগুলো নলডাঙ্গা ষ্টেশনে দাঁড়ালে আয় বাড়বে ও রাজস্ব বৃদ্ধি পাবে। নলডাঙ্গা ষ্টেশনে আন্তঃনগর ট্রেনগুলি যাত্রা বিরতি না দেওয়ায় এই অঞ্চলের ২০ টি ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড এ যেতে অসুবিধার সৃষ্টি হচ্ছে।
নলডাঙ্গা থেকে প্রতিদিন দিনে- রাতে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার নিয়মিত ২৪ টি বাস চলাচল করে। ঢাকা – রংপুর -রাজশাহী-দিনাজপুর থেকে বহুলোক এই নলডাঙ্গায় তুলসী লাহিড়ীর জমিদার বাড়ি ভ্রমন করতে আসে। নলডাঙ্গা বাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অঞ্চলের ট্রেন ভ্রমনে আগ্রহীরা টিকেট কাটতে আগ্রহী।
নলডাঙ্গায় অনেক স্কুল কলেজ ও মাদ্রাসা রয়েছে, এখানে মাজার ও গ্রোথ সেন্টার ও বিভিন্ন এনজিও এবং ব্যাংক রয়েছে। নলডাঙ্গায় ডিগ্রি এইচএসসি ও এস এসসি পরীক্ষা সেন্টার রয়েছে। এখানে ডিগ্রি কলেজ টি ১৯৬৭ সালে স্থাপিত। এখানে মহিলা কলেজ ও রয়েছে। এখানে ৫ হাজারের ও বেশি দোকান পাট রয়েছে, বিশ্ব খাদ্য গুদাম , ভূমি অফিস রয়েছে। এই সমস্ত সার্বিক দিকগুলো বিবেচনা করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন, করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা বিরতির ব্যাবস্থা করলে, সাধারণ জনগণ রেলসেবা পাবে ।
নলডাঙ্গায় রেল ষ্টেশন আন্তঃনগর ট্রেন ষ্টপিজ দেয়ার জন্য দৈনিক সবুজনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহাদত হোসেন খোকন ও জেলা প্রতিনিধি মোছাঃ শাহরিন সুলতানা সুমা এব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা, মাননীয় রেল উপদেষ্টা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, জেলা প্রশাসক গাইবান্ধা, ডি আর এম লালমনিরহাট, জি এম রাজশাহী এর নিকট লিখিত আবেদন করা হয়েছে নলডাঙ্গা এলাকাবাসী পক্ষে।#