শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা:গাইবান্ধা নলডাঙ্গা রেলষ্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে নিয়েছে কতিপয় ব্যবসায়ী। রেল কর্তৃপক্ষ দেখেও কোনরকম আইনানুগ ব্যবস্থা গহণ করছে না।
জানাগেছে, নলডাঙ্গা স্টেশন এর কতিপয় কর্মকর্তা -কর্মচারি নিয়মিত মাসুহারা আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে। ফলে যত্রতত্র হোটেল রেষ্টুরেন্ট ও দোকানপাট থাকার পর কর্তৃপক্ষ উদাসীন।
তৃপ্তি হোটেল , মালেকা হোটেল, স্টেশনে তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে। এতে করে রেলগাড়ীতে ভ্রমণ প্রিয়রা সাচ্ছন্দে স্টেশনে আসতে পারে না, আবার ট্রেনযাত্রীরা ট্রেন থেকে নেমে স্বাভাবিকভাবে যাতায়াত করতে অসুবিধা হয়। এতে রেলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। নলডাঙ্গা রেলষ্টেশন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ কোনরূপ ব্যবস্থা নিচ্ছে না। #