শাহরিন সুলতানা সুমা: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেলষ্টেশন রামসাগর এক্সপ্রেস ট্রেন টিকিট বিক্রি রাজস্ব আদায় হচ্ছে বেশী।
গত সপ্তাহের তথ্যানুযায়ী রামসাগর এক্সপ্রেস ট্রেন টিকিট বিক্রি ১২৪৩ টি রামসাগর এক্সপ্রেস ট্রেন নলডাঙ্গা থেকে শুরু করে কাউনিয়া, পীরগছা, রংপুর, পার্বতীপুর পর্যন্ত চলাচল করে নলডাঙ্গা রেলষ্টেশন থেকে প্রতিদিন ০৭:৪০ মিনিটে গাড়ি ছাড়ে। রামসাগর এক্সপ্রেস ট্রেন টিকিট কাগজের দেওয়া হয় কাঠ টিকিট দিলে কম সময়ে বেশী টিকিট বিক্রি হতো সরকার রাজস্ব আদায় হতো নলডাঙ্গা রেলষ্টেশন বেশি।
রামসাগর এক্সপ্রেস ট্রেন ভলান্টিয়ার দায়িত্ব পালন করেন নলডাঙ্গা রংপুর শ্যামপুর চিনিকল গ্যারেজের সুপার ভাইজার পদে জাহাঙ্গীর প্রমাণিক , ঔষধ ফার্মেসি মোঃ জাহিদ কাপড় ব্যাবসায়ী মোঃ শফিকুল ও তার ভাই মোঃ রেজাউল বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী মোঃ কবির মিয়া। তারা নিজ স্বার্থে ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন।#