নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা………
গত ২৯ সেপ্টেম্বর/২০২৩ ইং তারিখে সকাল ১০টার সময় গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষীপুর তেঁতুল তলা গোবিন্দপুর গ্রামের মোঃ রুহুল আমিন পিতা আছর আলী নিউজ করার জন্য ডেকে নিয়ে সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন খোকন শাহরিন সুলতানা সুমা কে বেদম মারপিট ও নির্যাতন করে। পুলিশের সাথে যোগসাজসে পূর্ব শত্রুতার জের হিসেবে সম্পূর্ণ মনগড়া একটি মিথ্যা অভিযোগ এনে মামলা করে উক্ত দু‘ সাংবাদিকদের বিরুদ্ধে।
এ ঘটনায় সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা বাদী হয়ে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলী আদালত সাংবাদিক নির্যাতনের মামলা করে। মামলাটি এখনও চলমান রয়েছে। যাহার মামলা নং ২৩/২৪। বাদী বলেন, রুহুল আমিন সাথে পূর্ব কোনো পরিচিত নই তবে রুহুল আমিন ১ নং আসামি শাকিবের ফুফা। মামলাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলী আদালত থেকে বিষয়টি তদন্তের জন্য গাইবান্ধা সদর থানা ওসি এস আই জোবায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাদী সুষ্ঠু তদন্ত করে গাইবান্ধা সদর থানা পুলিশ ওসি সঠিক রিপোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলী আদালত গাইবান্ধা কে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
মোঃ রুহুল আমিন পিতা আছর আলী গ্রাম হাট লক্ষীপুর তেঁতুল তলা গোবিন্দপুর সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন খোকন নামে ৩ বার শ্রি আশুতোষ কুমার পাল এডভোকেট দিয়ে উঁকিল নোটিশ করলে এডভোকেট মোঃ শাহা আলম পিপি দিয়ে উঁকিল নোটিশ জবাব দেই। উকিল নোটিশে গ্রামের ঠিকানা সে জানে না, কারণ ঘটনাটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা মোঃ শাহাদাৎ হোসেন খোকন বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করালে রুহুল আমিনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার, রংপুর, প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, জনপ্রশাসন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সুপার গাইবান্ধা, ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর, আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা , পুলিশ সুপার গাইবান্ধা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখীত আবেদন করা হয়েছে মিথ্যা প্রতারনা মামলা ৪০৬/৪২০ মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে।#