নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) বার্ষিক চারুকলা প্রদর্শনী -২০২৪ আয়োজন করেন। শিল্প কর্ম প্রদর্শনী উদ্বোধক শিল্পী রফিকুন নবী। ইমেরিটাস অধ্যাপক, চারুকলা অনুষদ ঢা.বি। প্রধান অতিথি : ডা: সেলিনা হায়াৎ আইভি।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সভাপতি : আলহাজ্ব মনোয়ারা হোসেন।প্রতিষ্ঠাতা সদস্য,গভর্নিং বডি,নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।
প্রদর্শনীর বিচারক বৃন্দ ,শিল্পী বীরেন সোম, শিল্পী মো: মনিরুজ্জামান, শিল্পী রফিউর রাব্বি,জুরি বোর্ডে বিবেচনায় অংশগ্রহণকারী সকল শিল্পীদের মধ্যে শিল্পী শিব শংকর মন্ডল মাধ্যম শ্রেষ্ঠ – পেন্সিল স্কেচ ( ক্লোজআপ স্টাডি)এবং শিল্পী সজীব মন্ডল শ্রেণী শ্রেষ্ঠ – পেন্সিল স্কেচ ( ফিগার অনুশীলন) তারা দুজনেই খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং ২০২০ সালের ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের এই প্রাপ্তিতে অভিনন্দন জানায় খুলনা আর্ট একাডেমি।
উক্ত প্রদর্শনীতে যারা সম্মানিত হয়েছেন তাদের “সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরনের জন্য শুভকামনা করেন খুলনা আর্ট একাডেমি।#