প্রেস বিজ্ঞপ্তি: ৬ই জানুয়ারি সোমবার বিকাল ৪ঘটিকায় খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করিমুন্নেছা মডেল স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের আগমনে প্রথমেই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস ফুল দিয়ে বরণ করে নেন। তাৎক্ষণিক আজকের কোমলমতি শিশু শিক্ষার্থীদের দ্বারা মোমবাতি প্রজ্জ্বলন করে উদ্বোধনের শুভ সূচনা হয়।
উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মার্শীদ শুভ,সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা এর ইংরেজি শিক্ষক সোহেল রানা এবং প্রতিষ্ঠানের সদস্য বিক্রম রায়, সৌহার্দ্য বিশ্বাস, রিমন বাছাড় সবার উপস্থিতিতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস হাতের লেখা কোর্স সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন। খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
খুলনা আর্ট একাডেমির কার্যক্রম ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং চারুকলা ভর্তি কোচিং। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলেন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য সুন্দর হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ২০২৫ সালে সুন্দর হাতের লেখার বিষয়টি যুক্ত করলেন। বাবু ধনঞ্জয় রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য রাখেন। এবং সৈয়দ মার্শীদ শুভ শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। যে সকল শিক্ষার্থীরা উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী শাহরিয়ার শাকীফ, সম্প্রীতি বিশ্বাস, কুশল বিশ্বাস,সৈয়দা মাভীশা জারীশ, অভ্রদীপ গাইন। শিক্ষার্থীদের মাঝে বাবু ধনঞ্জয় রায় বর্ণমালা লেখার বিভিন্ন কলা কৌশল হাতে কলমে শিক্ষা দেন। হ্যান্ড রাইটিং স্যারের ক্লাস পেয়ে শিশু শিক্ষার্থীরা অনেক আনন্দিত।
সর্বশেষে সকল শিক্ষার্থীকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস কলম এবং টিফিন দিয়ে আজকের উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন।#