খুলনা প্রতিনিধি…………………………………………………….
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী টিয়ানা তার প্রিয় শিক্ষক এবং শিক্ষিকার ছবি এঁকে ক্লাসে নিয়ে আসে। সে শ্রেষ্ঠ শিশু শিল্পীর উপাধি অর্জন করে। প্রিয় শিক্ষার্থীকে একটি ছবি আঁকার খাতা ও পেন্সিল উপহার দেন কলেজের পরিচালক মিলন বিশ্বাস।
মিলন বিশ্বাস বলেন, ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে এ পর্যন্ত দু’জন শিক্ষার্থী পাওয়া গেছে যাদের মধ্যে শিল্প প্রতিভা রয়েছেন অপরিসীম। তার অভিভাবক ছবি আঁকার বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। নাজমুল সাকিব একাডেমির সকলের প্রিয় ছিল । তখন চিত্র শিল্পী মিলন বিশ্বাস তার পিতা-মাতাকে বলেছিলেন আপনার সন্তান একদিন অনেক বড় কিছু হতে পারবে। অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে যশোর বোর্ডে মেধাতালিকা দ্বিতীয় স্থান অধিকার করেন। এবছর ইন্টার পাশ করে বুয়েটে আর্কিটেকচারে মেধা তালিকায় স্থান অর্জন করেন । আমরা তার মতো প্রতিভাবান বিষয়গুলো টিয়ানার মাঝে ও দেখতে পাচ্ছি। আশা করি ভবিষ্যতে সে শিক্ষা দীক্ষায় সকল বিষয় অনেক পারদর্শী হবে। আজ এই শিক্ষক দিবসে প্রতিষ্ঠানের আবৃত্তি শিক্ষিকা অনামিকা দাস কেও তার ছবি একে উপহার দেয়া হয়।
এ সময় টিয়ানার মামনি অনুভূতি প্রকাশ করেন এবং উপস্থিত সকলের কাছে মেয়ের জন্য দোয়া ও আশীর্বাদ চান ।#