# মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা থেকে…………………………
একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৯তম হত্যাবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৭ জুন হুমায়ূন কবীর বালুর কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।
একমাত্র মেয়ে হুসনা মেহেরুবা টুম্পা মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়। সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে তিনি বড় ছেলে আসিফ কবীর, ছোট ছেলে আশিক কবীর ও মেয়ে টুম্পাকে নিয়ে ইকবালনগরের বাড়িতে যান মাকে মিষ্টি মুখ করতে। ইকবালনগর থেকে নিজ গাড়িতে করে হুমায়ূন কবীর বালু এসে পৌঁছান দৈনিক জন্মভূমি ভবনের সামনে। গাড়ি থেকে নেমে দৈনিক জন্মভূমি ভবনের গেটে পা দিতেই সন্ত্রাসীরা জাতিসংঘ শিশু পার্কের সামনে থেকে তার ওপর বোমা নিক্ষেপ করে।
তাৎক্ষণিক জন্মভূমি পরিবারের সদস্যরা, স্থানীয় লোকজন, সাংবাদিক ও আত্মীয় স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা হুমায়ূন কবীর বালুকে মৃত ঘোষণা করেন। এ দিকে তাঁর ১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা সাংবাদিক সহ সাহিত্য সংস্কৃতিক অঙ্গন সহ সকল অঙ্গনের বিনম্র শ্রদ্ধায় স্বরণ করছে সাংবাদিক হুমায়ুন কবির বালুকে।
শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে” এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে, বাংলাদেশ সরকারের সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার খুলনায় নিবন্ধিত্ ইসলামী সাংস্কৃতিক সংগঠন, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. রূপসা, খুলনার নির্বাহী পরিষদ পরিবারের পক্ষ থেকে বিশিষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির বালু”র মৃত্যু ১৯তম বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।
যারা তার রুহের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন তারা হলেন, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতিঃ গীতিকার ও সুরকার ইসলামী সংগীত ক্বারী মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, প্রধান উপদেষ্টাঃ এ্যাডঃ এস.এম মোস্তাফিজুর রহমান মোশতাক, সাধারণ সম্পাদকঃ এস. আসাদুজ্জামান, সহ সম্পাদকঃ মোঃ ওমর ফারুক রাসেল, সভাপতি মন্ডলির সদস্যঃ মোঃ রেজাউল করিম গাজী. মোঃ ওহিদুজ্জামান, সাংবাদিক রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাহিদ জামান খান, আশরাফ আলী রাজ, মোঃ কামরুল ইসলাম, মোসাঃ আকলিমা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ হাবিবুর ইসলাম বেলালী. শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আবদুল্লাহ্ বিন আবজাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোসাঃ সুমাইয়া শহিদ, নির্বাহী পরিষদের সদস্যঃ মোসাঃ সুরাইয়া রহমান তুষা, তামান্না আক্তার বৈশাখী, মোঃ আসাদুল্লাহ সিয়াম. সাকিবুল ইসলাম, ইব্রাহিম খান, মোয়াজ মাহমুদ, আহসান হাবীব, নিরব হাওলাদার, রবিউল ইসলাম গাজী, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, আবু রায়হান গাজী, মাহাদী হাসান রিয়াদ হেদায়েত উল্লাহ আল মামুন, নুসাইব বীন শহিদুল ফরাজি, মোঃ মোশাররফ শেখ ইশারাত, কাজী মারুফ, এফ এম বোরহান, মিলন মোল্লা, মিলন বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম, মোঃ সাকিব হোসেন রাজ প্রমুখ।#