খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দাকোপ উপজেলা শাখার দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা কার্যলয়ে শাখা সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসালামী আন্দেলন বাংলাদেশ খুলনা জেলা এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান। বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ মাওলানা আঃ রাজ্জাক, মাষ্টার রফিকুল ইসলাম মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা তাবারক হুসাইন আলহাজ্জ মোঃ জাহিদুল ইসলাম হাফেজ আব্দুল কাদের হাঃ উসমান কারিম আলহাজ্জ আবু দাউদ শেখ মোঃ আক্তার হোসেন, শাকিল আহমদ রাসেল আলঃ আঃ রহমান মোল্লা, আলঃ আঃ রউফ বয়াতী আলঃ আঃ ছালাম বয়াতী,মাওঃ ফেরদাউস হুসাইন মাওলানা বিল্লাল হুসাইন আশ্রাফী, বিল্লাল হুসাইন মোঃ মাসুম বিল্লাহ কারী দেলোয়ার হুসাইন তরিকুল ইসলাম ইব্রাহিম খলিল হাফেজ আরাফাত জামিললোকমান ফকির প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ইং সেশনের জন্য মাওলানা ইলিয়াস হুসাইনকে সভাপতি এবং আলহাজ্জ্ব শফিকুল ইসলামকে সেক্রেটারি ঘোষনা করা হয়।#