জি এম রিয়াজুল আকবর, কয়রা, খুলনা………………………………
কয়রায় উপজেলার সংগ্রাম মোড়ে গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। শনিবার দীন গত রাত আনুমানিক ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কিনুকাটি গ্রামের ধীরেন্দ্র নাথের পুত্র শ্যামল বাবুর চা দোকানে, খেওনা গ্রামের নূরুল হক মোড়লের পুর মোঃ আবু মুছার ইলেকট্রনিক, কসমেটিকস ও মোবাইল ব্যাংকিং এর দোকান, কিনুকাটী গ্রামের মৃত দুলাল সরকার পুত্র জহর লাল সরকারের মুদি দোকান ও পাটনিখালী গ্রামের নুরুজ্জামানের সিমেন্ট দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এতে ৪ ব্যাবসায়ীর ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যাবসায়ীরা দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যায়। রাত আনুমানিক ৩ টার দিকে দোকান ঘরে থাকা ফ্রীজ বাষ্ট হওয়ার শব্দে আশপাশ এলাকার লোকের ঘুম ভেঙে যায়। লোকজন বাহিরে এসে দেখে যে আগুন জ্বলছে। গভীররাতে লোকজনের চিংকার শব্দে গ্রামবাসী ঘর থেকে বাহিরে চলে এসে সকলে একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ করে। নিকটে পানি থাকায় পুরো গ্রাম আগুনের হাত থেকে রক্ষা মেলে ঘটনা স্থানে কয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মোঃ আবু মুছা বলেন, আমাদের দোকান পাঠ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আর কোন কিছু নেই। স্থানীয় ইউ পি সদস্য মোঃ মামুন সানা বলেন, অগ্নিকান্ডে বাজারের ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম বলেন, রাত ৪ টা ২৫ মিনিটে 01794061441 নং এ আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে অগ্নিনির্বাপনের উদ্দেশ্যে গমন করি। সেখানে আমাদের ২ টা ইউনিট কাজ করে। অগ্নিনির্বাপন করে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।#