মোঃ আলফাত হোসেনঃ খুলনার কয়রায় কপোতাক্ষ নদে যৌথ অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭ ‘ কেজি কাঁকড়া জব্দ করেছে বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। শনিবার বিকালে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকায় কপোতাক্ষ নদে এই অভিযান চালানো হয়। তবে, অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে ট্রলার রেখে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। চোরাকারবারীরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭শ’ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।#