শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে র্যালিটি নগরের ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাবেক সভাপতি শ.ম এনামুল হক, খুলনা মহানগরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজি।
সভাপতি বক্তব্যে আরাফাত হোসেন মিলন বলেন, বৃহৎ লক্ষ্য নিয়ে কল্যাণময় সমাজ গঠনের মহান উদ্দেশ্যে ছাত্রশিবিরপথ চলা শুরু করেছিল। এ পথ চলায় সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য ও গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাতিলের মোকাবিলায় ছাত্রশিবির অটল ছিল। ফলে আজ এ কাফেলা জাতির আশা আকাঙ্খার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। শত প্রতিকুলতার পরও ছাত্রশিবির আজ লাখো ছাত্রদের পদভারে মুখোরিত। তরুণ সমাজকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে ছাত্রশিবির প্রতিটি জনপদে নিরলসভাবে কাজ করে চলেছে।
তিনি আরোও বলেন, ছাত্রশিবির তরুণদের মাঝে ঘুণেধরা সমাজ পরিবর্তনের একটি স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। ছাত্রশিবিরের অগ্রযাত্রায় শুধু ছাত্রসমাজ নয়, বরং দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আমাদের গঠনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। ছাত্রজনতার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা আমাদের জন্য শক্তি।
জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে ছাত্রশিবিরকে নিয়ে আগামীর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে দেশপ্রেমিক ছাত্রজনতা। ছাত্রশিবির দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীর এই দিনে আমরা আবারো আমাদের লক্ষ্যে অবিচল থাকার প্রত্যয় ঘোষণা করছি। সেই সাথে ছাত্রশিবিরের এই গঠনমূলক পথ চলায় ছাত্রজনতার সহযোগিতা কামনা করছি।#