শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোাহ খুলনায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য “রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তবিবুর রহমান, পরিচালক,স্থানীয় সরকার(খুলনা বিভাগ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার ; আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এবং তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
এছাড়াও খুলনা প্রেস ক্লাবের শীর্ষনেতৃবৃন্দ, অন্যান্য দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।#