নাহিদ জামানঃ রূপসায় ঐতির্য্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনছুর স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়াটার ফাইনাল ১৫ নভেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি অধ্যক্ষ খান আলমগীর স্মৃতি পরিষদ এবং ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধে দুই দলের প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলায় ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব খান আলমগীর কবির স্মৃতি পরিষদ কে একের পর এক আক্রমণ করলেও আক্রমন কে প্রতিহত করে বড় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা করে খেলায় সমতা বজায় রাখে। রেফারির বাঁশিতে গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের অসাধারণ নৈপূন্যে ক্যাম ব্যাক করে স্বাগতিক খান আলমগীর কবির স্মৃতি পরিষদ। খেলার ১৩ মিনিটের সময় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের তন্ময়ের অসাধারণ এক ফ্রি-কিকে ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন দূর্দান্ত গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। নিদৃষ্ট সময়ের মধ্যে দুই দলের আক্রমন পাল্টা আক্রমন চললেও কোন দল আর গোলের দেখা না পাওয়ায় ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাবকে স্বাগতিক খান আলমগীর কবির স্মৃতি পরিষদ পরাজিত করে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন আঃ রহমান ঢালী, মোক্তার হোসেন মিঠু, মোঃ জাকির হোসেন। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ ফরিদ শেখ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান,ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন টিপু আঃ মালেক শেখ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজা, ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল ইসলাম,সৈয়দ মাহমুদ আলী,আলম শেখ,সাইফুল ইসলাম,আঃ রহমান,মনির ঢালী,জুনায়েদ শরিফ,রউফুল হক মুকুল,সাজ্জাদ হোসেন,মহিতোষ পাল,ইসলাম সরদার,আয়ূব খান, কামরুজ্জামান নান্টু,আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, আনিসার রহমান, মিরান প্রমূখ।
খেলায় অতিথি হিসাবে ম্যান অব দা ম্যাচের পুরষ্কার বিতরন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ। বিজয়ী দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরন শেষে বিজয়ী দলের অধিনায়ক হাসান ফরাজী তাদের বিজয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আগামীকাল শনিবার ৪র্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গোপালগঞ্জ ফুটবল একাডেমি ও শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশ।#