মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সব কয়েকটি পুলিশ ফাঁড়িতে কার্যক্রম শুরু হয়েছে, তবে পুরোদমে সকল কার্যক্রম শুরু হয়নি। তবে খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। এছাড়াও কোন এলাকায় চাঁদাবাজি হলে তা অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরও বলেন, বাজার জোগানে সাথে সম্পর্ক, যদি জোগান বেশি হয় তাহলে জিনিসপত্রের দাম কমে আর এখন বাজারে জোগান কম তাই দাম একটু ঊদ্ধগতিতে আছে। তবে আজ বাজারে জিনিসপত্রের দাম নিচের দিকে নামছে। এছাড়াও আলু বিদেশ থেকে আমদানির ব্যবস্থা এবং আমদানি কর কমানো হয়েছে।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#