1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
গাইবান্ধার সাদুল্যাপুরে ইভা সাজ বিউটি পার্লারে অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগ  সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ  বাঘায় হাসুয়ার কোপে শফিকুল হত্যা মামলার আসামী গিযাস আত্নগোপনে জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে শ্যামনগর বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত  গাইবান্ধা সুন্দরগঞ্জের কাপাসিয়া চরের ভূমিদস্যুদের হাতে হাজার হাজার মানুষের জমি বেদখলের অভিযোগ অভয়নগরে কুচক্রী মহলের  মিথ্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ভুয়া কাগজে জমি দখল ফিলিস্তিনি ইসরায়েলী হামলার প্রতিবাদে কয়রা ও পাইকগাছায় ইসালামী আন্দেলনের প্রতিবাদ সভা সুন্দরগঞ্জের কালিতলা সরকারী প্রাথমিক নানাবিধ সমস্যায় জর্জরিত, সমাধান প্রয়োজন ৪৮ ঘণ্টায় ভারতের বিহারে বজ্রপাতে মৃত ১৯! 

কুষ্টিয়ার আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সর্ববৃহৎ বৃত্তি আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে ঐতিহ্যবাহী আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথমবারের মতো আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়া,মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ৩০৭ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির নগদ অর্থ, সন্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে শুভ উদ্ভোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বশির আহমেদ।
এসময় তিনি তার বক্তব্য বলেন, আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

আমরা তাদের মাঝে একটি লেখা পড়ার প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল আজম, চাঁদপুর সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ কনসালটেন্ট, মোঃ আরিফুল ইসলাম সুমন,আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ইসলাম তৌহিদ, কুষ্টিয়া কৃষ্টির সম্পাদক রাব্বুল ইসলাম খান, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানা মায়া,আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, আমলা প্রেসক্লাব আহবায়ক সদস্য ও হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান, শাহীন আলম লিটন, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহম্মেদ,  পুরাতন আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মানিক ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মিঠুন আহম্মেদ, যুগ্ম- সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ, এডুকেশন আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক স্বর্নালী খাতুন বৈশাখী।
অনুষ্ঠানে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার মোট ১৫৬৮ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। তার মধ্যে ৩০৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।
এসময় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক,প্রশাসন, ছাত্রছাত্রীরা এবং আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট