পাবনা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী পূর্ব পাড়া নিবাসী মোঃ আয়েন উদ্দিন মোল্লার গর্ভধারিণী মাতা, মরহুম বাছের মোল্লার প্রথম স্ত্রী বেগম পরিজান নেছা (৭৫) ৩১ শে জানুয়ারী ২০১১ ইং তারিখে পানিতে ডুবে মারা যান। তিনি পাবনা জেলার বিশিষ্ট কবি ও সাংবাদিক গবেষক পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর নানী আম্মা।
শুক্রবার (৩১ শে জানুয়ারী ২০২৫) মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী পুর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদে বাদ জুমা মরহুমা পরিজান নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমা বেগম পরিজান নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোওয়া চেয়েছেন ফৈলজানা ইউনিয়নের কৃতিসন্তান ও মরহুমার নাতি ছেলে পরম স্নেহধন্য বিশিষ্ট ছাত্রনেতা ও রাজনীতি গবেষক মোঃ হাসিবুর রহমান। মরহুমা বেগম পরিজান নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আরো দোওয়া চেয়েছেন মরহুমা বেগম পরিজান নেছার নাতি ছেলে বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।#