কবিতা………………………
তুমি ছাড়া জীবন যেমন
# সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা……………………………………..
তুমি ছাড়া আমার জীবন অন্ধকার
আলোকহীন কনক প্রদীপ,
সুখ নেই সেখানে নিরুত্তাপ বিশুক মরুভূমির মত
জীবন বাঁচতে এতটুকু সাধ হয়না,
তুমি ছাড়া
কী দিয়েছো এমন যে ভুলতেই পারিনা ভোলা যায় ইনা ।
হায় অনন্ত সুখের প্রত্যাশী জীবন!
একবিন্দু সুখ তোর কপালে সইলোনা!
যেখানে তুমি নেই সেখানে নেই
আমি ও ভালোবাসাহীন পৃথিবীতে
আমি থাকতে চাইনা আমার জগতে,
হয় আমাকে ভালোবাসা দাও নয় বিষলক্ষ্যা দাও।
কন্ঠ আমার অাকন্ঠ নীল হোক ভালোবাসার সাধ
আমার মিটে যাক চির জনমের মতো
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও বলে যাবো
ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি।#
২.
স্বপ্ন আশা ভালোবাসা
#শাহরিন সুলতানা সুমা………………………….
তুমি আমার চোখ দূর দেখা কৃঞ্ষচূড়া,
খুব কাছ থেকে দেখা রাজমহল।
গোলাপের কুঁড়ি কী করে ভাবলে,
তোমায় কভু ভূলতে পারি?
তুমি যে আমার স্বপ্নের রাজকুমারী।
ভালোবাসা মরে মুগ্বদ্ধা মরেনা,
সত্যিকারের প্রেম কখনো হৃদয় থেকে সরেনা।
যে প্রেম টেকেনা?
বুঝিবে সেটাতে মেশানো ছিল লোভ, স্বার্থ ও ছলনা।
সত্যিকারের প্রেম বলতে পৃথিবীতে কিছুই নেই,
প্রেম এখোন সীমাবদ্ধ দামি ফুচকা আর চাইনিজেই।
সত্যিকারে যদি তোমায় কেউই ভালবাসে,
হাজার মাইল দূরে গেলেও একদিন ফিরে আসে।
ইডেন, টিএসসি, সোহরাওয়ার্দী কিংবা রমনা,
ওসব ভর দুপুরে জোৎস্না রাত্রির কল্পনা।
বিয়ের আগে সব প্রেমিকাই বলেন তাদের প্রেম সবচেয়ে খাঁটি,
বিয়ের পরে তবে কেন আমরা উল্টো হাঁটি।#
…………………………………….০………………………………………………….