- admin@sobujnagar.com : admin :
- sobujnoger@gmail.com : Rokon :
কবিতা…………..
-
প্রকাশের সময় :
সোমবার, ৭ আগস্ট, ২০২৩
-
১৭৩
বার এই সংবাদটি পড়া হয়েছে
কবিতা…………..
রবীন্দ্রনাথ
…………….বিজন বেপারী
কবি তুমি মহাকবি
অপার বিশ্ব মাঝে,
কবির সেরা ধন্য জগৎ
তোমার সৃষ্টি কাজে।
তুমি বাংলার পর্বতমালা
সিন্ধু হিমালয়,
যুগ-যুগান্ত গেলেও তবু
নেইতো তোমার ক্ষয়।
বটবৃক্ষের শাখার মতো
তোমার মসি চলে,
তোমার গান কবিতা ছড়ায়
পাষাণও যায় গলে।
ধন্য জাতি বাঙালিরা
এমন রবি পেয়ে,
রবির কিরণ দিবারাত্রি
ছুটছে আলো ধেয়ে।
গগনে পাই একটা রবি
একটা রবি বাংলায়,
সেই কবি যে রবীন্দ্রনাথ
মনে আলো জ্বালায়।
……………০……………….
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ