অমর ২১শের শ্রদ্ধাঞ্জলি
# মোঃ হিফজু চৌধুরী…………..
ফিরে এলো অমর ২১
৭০ বছর পরে
বাংলার ঘরে ঘরে!
এরই মাঝে ৭০টি একুশ
পেরিয়ে গেল
ছেলেহারা বাংলা মায়ের কুল ছিঁড়ে
তাইতো মোরা আজি
তোমায় করছি স্মরণ
পরম শ্রদ্ধা ভরে !
অমর শহীদ ভাইয়েরা আমার
তোমরা শান্তিতে থেকো
যুগ যুগান্ত ধরে !