1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ পালিত ডা.কাজেম হত্যায় রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও এজেন্টরা যুক্ত থাকতে পারে চট্টগ্রামের ভুমি সেটেলমেন্ট অফিসার আফিয়া খাতুনকে রাজশাহীর জেলা প্রশাসক নিয়োগ বিদায়ী ও নবাগত ইউএনওকে বাঘা প্রেসক্লাবের সংর্বধনা খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত   স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে মিলন সভাপতি, শরিফুল সাধারণ সম্পাদক রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জব্রীজ পর্য ন্ত ট্রেন দূর্ঘঘটনার  চরম আশংকা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি…………………………………………………………

ঈশ্বরদী রেলগেট থেকে পাকশী হার্ডিঞ্জব্রীজ পর্যন্ত মেইন রেল লাইন দিয়ে বর্তমানে দেশী-বিদেশী ট্রেন চলাচল মারাত্ম ঝুঁকির মধ্যে পড়েছে। ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জব্রীজ পর্যন্ত উভয়পাড়ে ব্যাংক প্রটেকশনের পঞ্চাশ থেকে একশ’ ফুটের মধ্যে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ করায় এই ঝুঁকির সৃষ্টি হয়েছে। যে কোন সময় যাত্রীবাহী ও মালবাহী ট্রেন দূর্ঘটনা ঘটে হাজার হাজার যাত্রীর প্রাণীর আশংকা  রয়েছে। এ কারণে রেলের প্রকৌশলী বিভাগসহ এলাকার মানুষের মধ্যেও আতংক সৃষ্টি হয়েছে। প্রকৌশলী বিভাগ থেকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসত বাড়ি উচ্ছেদসহ লিজ বাতিলের আবেদন করার প্রায় দু’মাস পার হলেও কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী/২ ও উর্দ্ধতন উপ-সহকারী কার্য ঈশ্বরদী কার্য়ালয় থেকে দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ লিজ বাতিলের জন্য গত ১৩/০১/২৪ ইং তারিখে উর্দ্ধতন উপ-সহকারী কার্য ঈশ্বরদীর কার্য়ালয় থেকে আতিকুর রহমান সাক্ষরিত অফিস পত্র নং এল/১/২৩-২৪, এবং গত ২২.০১.২০২৪ ইং তারিখে পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী/২ বীরবল মন্ডল সাক্ষরিত অফিস পত্র (নং-৫৪.০১.০০০০.৩০৩.০২.০১০.২২-২৩) সূত্র.এসএসএই/কার্য/ঈশ্বরদী এর পত্র নং-এল/১/২৩-২৪ তাং-১৩.০১.২০২৪ ইং পৃথক দুটি আবেদন করা হয় পাকশী বিভাগীয় ভূ’-সম্পত্তি কর্মকর্তার নিকট। আবেদন পত্র দু’টিতে বলা হয়ঈশ্বরদী রেলগেট থেকে হার্ডিঞ্জব্রীজ পর্যন্ত ব্যাংক প্রটেকশন,  পূর্ব এবং পশ্চিম দিকের পঞ্চাশ থেকে একশ ফুট এর মধ্যে উমির পুরের পদ্মা ড্রিংকস ফ্যাক্টরীসহ বিভিন্ন স্থানে ব্যাংক প্রটেকশন কেটে অবৈধভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য দোকান ঘর ও বসতঘর নির্মাণ করছে। এতে করে ব্যাংক প্রটেকশন মারাত্ম কাষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও কিছু কিছু স্থানে বৈধভাবে জমি লিজ নিয়ে ব্যাংক প্রটেকশনের  পূর্ব এবং পশ্চিম দিকের পঞ্চাশ থেকে একশ ফুট এর মধ্যে ব্যাংক প্রটেকশন কেটে অবৈধভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান পদ্মা ড্রিংকস পানির ফ্যাক্টরী ও বসত বাড়ি নির্মাণ করছে। যা শত বছরের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জব্রীজের এ্যাপ্রোচের প্রটেকশনের মারাত্মক ক্ষতি সাধন করছে এবং নিরাপদ ট্রেন চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার মাধ্যমে দেশী-বিদেশী হাজার হাজার যাত্রীর প্রাণ হানির সম্ভাবনা রয়েছে।

ঈশ্বরদী রেলগেট থেকে পাকশী হার্ডিঞ্জব্রীজ পর্যন্ত মেইন রেল লাইনে নিরাপত্তার সাথে দেশী-বিদেশী ট্রেন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে এবং দূর্ঘটনা রোধ কল্পে ব্যাংক প্রটেকশনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ লিজ বাতিল করা প্রয়োজন। পত্রে আরও উল্লেখ করা হয়,সম্প্রতি পাকশী বিভাগীয় ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়া নিদের্শনাও অদ্যাবধি পালন করছে না। ফলে অবৈধস্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ কাজ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কোন সময় ট্রেন দূর্ঘটনা ঘটে হাজার হাজার যাত্রীর প্রাণহানি হতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট