স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী…
ঈশ্বরদীতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ মাহিম হোসেন (১৬) নামে মটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তার পেছনে বসা দুই বন্ধু মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বারোমাইল গ্রামের মোঃ নাসিরউদ্দিন প্রামানিকের ছেলে ও বারোমাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
ঈশ্বরদী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত মাহিম দুই বন্ধুকে সাথে নিয়ে খুব দ্রæতগতিতে মটর সাইকেল চালিয়ে ভেড়ামারার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল । উল্লেখিত স্থানে আসার পর দাশুড়িয়া থেকে কুষ্টিয়া অভিমুখী দুটি ট্রাকের মাঝ দিয়ে ওভারটেক করে বের হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক মাহিম ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, নিহত মাহিম হোসেন জুমার নামাজের পর তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মটর সাইকেলে ঘুরতে বের হলে দূর্ঘটনার শিকার হয়।
পাকশী হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। ঘাতক ট্রাক আটকানো সম্ভব হয়নি কারণ দ্রæত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে কুষ্টিয়া অভিমুখে চলে গেছে। নিহত মাহিমের লাশ ও ব্যবহৃত মোটোরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।#