
নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী: প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতপিাদ্য বিষয়কে সামনে রখেে আজ শনিবার(০৩/০১/২৫) ঈশ্বরদীতে সকালে জাতীয় সমাজসেবা দিবস পালি হয়ছে।
িদবসটি পালন উপলক্ষে ঈশ্বরদী উপজলো প্রশাসন ও সমাজসেবা অফিসারের পক্ষ থকেে আলোচনা সভা ও র্বণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে উপজলো নিবার্হী অফিসার আরিফুর রহমানরে সভাপতত্বিে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান,সমাজসেবা অফিসার আতিকুর রহমান, প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন,মহিলা বিষয়ক অফিসার সুবীর কুমার পাল ও প্রতিবন্ধি স্বচ্ছোসেবা সংস্থার সভাপতি সানোয়ার হোসনেসহ অন্যরা অংশ নেন। #