
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে শিক্ষকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় উপজেলা মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরনই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জারজিজার রহমান।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#