
বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর খেলায় মুখেমুখি হচ্ছে- দুই পৌরসভার দুই প্রশাসক। বাঘা পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা।
এই দুই পৌর প্রশাসকের ফুটবল দল প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। আজ মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ নিবেন, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা ফুটবল দল ।
জানা যায়, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বাঘা পৌরসভা ফুটবল দল ও গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী পৌরসভা ফুটবল দল এবং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে পাকুড়িয়া ফুটবল ও বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল।
বুধবার (২৯-১০-২০২৫) সেমিফাইনালে মুখোমুখি হবে- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ইউনিয়ন দুটির প্রশাসক হিসেবে রয়েছেন-প্রাণী সম্পদ অফিসার(পাকুড়িয়া ইউপি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।
উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়। উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইউএনও। #