মোঃ ফিরোজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আত্রাই-পতিসর সড়কের বারবিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু (৪৮) উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকুর রহমান বাবু নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বারবিঘা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নওদুলী বাজার এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করে।
এ বিষয়ে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। আটক চালক হাফিজুর রহমান (৩৪), রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#