1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

আত্রাইয়ে ইউএনও’র মোবাইল সিম ক্লোন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসিয়াল 01712-009712 মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে । এতে করে অনাকাঙ্খিত বা প্রতারণামূলোক কল বা মেসেজ থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও মো.কামাল হোসেন।

তিনি বলেন, ‘ক্লোন করা নম্বর থেকে প্রতারণামূলক কল বা মেসেজ আসতে পারে,যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চাওয়া কিংবা আর্থিক প্রতারণার ঘটনা ঘটতে পারে। এ ধরনের কোনো যোগাযোগ এড়িয়ে চলতে এবং সন্দেহজনক ঘটনায় স্থানীয় প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সরকারি নম্বর ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট