
মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (৩ নভেস্বর) সকাল সারে নয়টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আরাফাত। তিনি প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত রোগী দেখবেন।
ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি ভোগেন। অনেক মানুষ আছেন যিনারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করি।
উক্ত উদ্বোধনী ক্যাম্পে অন্যদের মধ্যে ইউপি সদস্য গোলাম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাছ আলী, ইউপি কম্পিউটার অপারেটর বিপ্লব কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।#