1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোবিন্দগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তামশিদ ইরাম খানের যোগদান গোবিন্দগঞ্জে পাহারাদারকে বেঁধে ভবনের নির্মাণসামগ্রী চুরি স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাসমাশিস বাঘার দিনমজুর পরিবারকে সহযোগিতা করলেন প্রবাসী বিলাত ধোবাউড়ায় ভারতীয় কম্বল ও সিএনজি সহ আটক ২ দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু রাকসুর নির্বাচনে ভিপি ও এজিএসসহ ২০টি পদে শিবিরের জয়, জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জয় তানোরে সবার শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিষ্ট কাউন্সিলের নতুন কমিটি গঠন  বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু!

আজ থেকে রুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইটেকনোভেশন ২০২২ প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………………………….

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে ২২ ও ২৩ ডিসেম্বর দুই দিনব্যাপী ইটেকনোভেশন ২০২২ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদে¦াধন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

 

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির চেয়ারম্যান ও ইটিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামাল হোসেনের-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. শহীদুজ্জমান। এতে আরও বক্তৃতা করেন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মোসা. ফাতেহা সামাদ, আয়োজক কমিটির সেক্রেটারী ও ইইি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ্ আরিফুল হক চৌধুরী, আয়োজক কমিটির কো-সেক্রেটারী ও ইটিই বিভাগের প্রভাষক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের উৎসাহ দিতেই এই টেক কার্নিভাল ইটেকনোভেশন ২০২২ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী ইটেকনোভেশন ২০২২-এর মূল ইভেন্টে- লাইন ফলোয়ার রেসিং, প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট ( ফিফা-২০২২), সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগীতা এবং কিনোট সেশন অনুষ্ঠিত হবে। ইটেকনোভেশন ২০২২ প্রতিযোগিতা মূলত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগীতা। বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের এই উৎসবে ইতোমধ্যে কুয়েট, চুয়েট, শাবিপ্রবি, রাবি সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল-কলেজের ৫০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই আয়োজনের লক্ষ্য হলো তথ্য ও প্রযুক্তিতে দক্ষ ও প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করা। দুই দিনব্যাপী এই প্রতিযোগীতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে নগদ ১ লক্ষ ২৮ হাজার টাকার চেক ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট