মো নুরুজ্জামান নুর পঞ্চগড় জেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে চলে গেছেন, যা বর্তমান সরকার ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য এক বড় ব্যর্থতা।
তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনার সরকারের পতনের ৯ মাস পর কীভাবে তিনি দেশ ত্যাগ করলেন? এটি কি পালিয়ে যাওয়া, না কি তাকে যেতে দেওয়া হয়েছে? বৃহস্পতিবার (৮ মে) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক ওরস পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার এখন পর্যন্ত একটি হত্যার বিচার সম্পন্ন করতে পারেনি, কিংবা কোনও মৌলিক প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করতে পারেনি। এই অবস্থায় নির্বাচনের কথা ভাবা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এনসিপি দীর্ঘমেয়াদী সংস্কারের দাবিতে থাকলেও, অন্তত মৌলিক কিছু সংস্কার—যেমন স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু বিচার ব্যবস্থা, এবং নিরপেক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ঘটিয়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হলে, তাতে আপত্তি নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলা, বলেও তিনি মন্তব্য করেন।
তার মতে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি, তবে নিরপরাধদের হয়রানি কোনোভাবেই কাম্য নয়। কেউ যদি অপরাধ না করে থাকে, তাহলে তার নামে মিথ্যা মামলা দায়ের করা অন্যায়। যারা এসব করছে, তাদের আচরণ আওয়ামী লীগের আগের শাসনের মতোই এমন অভিযোগও করেন তিনি। #