# হরিপুর প্রতিনিধি: গত ২২ জানুয়ারী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানি বাজারে মোটরসাইকেল সন্দেহে জনতার হাতে গণপিটুনিতে রুবেল রানা একজন নিহত হয়।
মামলার বিবরনে জানা যায়, মোঃ ফরহাদ পিতামৃত মোঃ খলিল , সাং গোগর পটুয়াপাড়া উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ রুবেল রানা (৩৪) পিতা মৃত মোঃ খলিল মাতা মোছাঃ নুর বানু বেগম সাং পটুয়াপাড়া, ডাকঘর গোগর, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও, দীর্ঘদিন স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। ফরহাদ আরো উল্লেখ করেন, ২২/০১/২০২৫ ইং সকাল আনুমানিক ৯.৩০টায় আমার আপন বড় ভাই আমাদের সকলের অজান্তে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের যাদুরানী হাট বাজারে যায়। ৯.৩০ টায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার বড় ভাই রুবেল রানাকে যাদুরানী বাজারে চোর সন্দেহে হাটের ভীতর অজ্ঞাত নামা ১০০/১৫০ জন লোক আটক করে মারপিট করছে।
অজ্ঞাত ব্যাক্তিরা মারপিট করতে করতে বাজারের গরুহাটিতে বট গাছে ঝুলিয়ে এলোপাতাড়ি গনপিটুনি দিতে থাকে এতে আমার ভাই ঘটানস্থলেই মার যায়। উপস্থিত লোক জনকে জিজ্ঞেস করে জানতে পারি যে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন ব্যাক্তি চোর সন্দেহে আমার বড় ভাইকে আটক করে যাদুরানী হাট বাজারের গরুহাটি বট গাছের সহিত হাত বাধে ঝুলিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারীভাবে পিটুনি দিয়ে হত্যা করেছে।
পুলিশ রুবেলের লাশ এ্যাম্বুলেন্স যোগে হরিপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যায়।এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন নিহতের ভাই ফরহাদ।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আইনি প্রক্রিয়ায় মামলার কাজ চলমান রয়েছে। আসামীর আইনের আওতায় আনতে যা যা করা দরকার তাই করছি আমরা।
হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল জানান, পাবলিক মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনা স্থলের বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই-বাছাই পর্যালোচনা চলছে আসামিদের সনাক্তের পর দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।#