
মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া (৪২)।
অভিযুক্ত মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে সোনিয়া জানান, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শৈশব থেকেই বাবার নির্যাতনের শিকার তিনি। নিজের নামে থাকা সম্পত্তি দখল করতেই একাধিকবার তাকে মারধর ও হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় তার আপন দুলাভাইকেও সাথে থাকার অভিযোগ করেন তিনি।
বিলকিস আক্তার সোনিয়া অভিযোগ করেন, জমি ও একটি মার্কেট সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলেও বাবা ও দুলাভাই জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি একমাত্র মেয়েকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাবার শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার কারণে তিনি পরিবার নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত মোশাররফ হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#