1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ  রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন নওগাঁর আত্রাইয়ে রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলা অনুষ্ঠিত বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় রোকেয়া দিবস পালন, চার জয়িতা নারী পেলো রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক সারিয়াকান্দিতে উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ডা.কাজেম হত্যায় রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও এজেন্টরা যুক্ত থাকতে পারে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনের পুরো বিষয়টির একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এ হত্যাকান্ড নিয়ে আমরা কিছুটা সন্দেহে করছিলাম। এই খুনের সঙ্গে একটা গোষ্ঠির এজেন্টরা যুক্ত থাকতে পারে। সেই সময় আমরাও নিজেদের জীবন নিয়ে শঙ্কিত ছিল। আমাদের যখন পুলিশ থেকে বলা হচ্ছিল নিজের নিরাপত্তা নিয়ে চলেন। স্ইে সময় আমরাও গানম্যান পর্যন্ত ভাড়া করতে বাধ্য হয়ে ছিলাম। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের রিউমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা এ কথা বলেন।

তিনি বলেন, খুনের ১৮ টা ইভেন্ট ঘটে। খুনগুলো ম্যানুয়ালি করা হয়েছিল। তার হার্টে দুইটা স্ট্যাপ করেছে। হার্ট তিনভাগ হয়ে গেছে। এটা কোন নর্মাল খুনি করতে পারে না। নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল। এই যে সিডিআরগুলো নিয়ে ভিডিও ফুটেজগুলো নাই করে দিল, এটা কে পারে? তার মানে আপনি বোঝেন যে, এর সঙ্গে কে জড়িত ছিল। ঘটনার সময়কার সিসিটিভি কার্ট করে নেওয়া হয়েছে। ওখানকার আগে-পরের ফুটেজ আছে। তবে ওই সময়ের ফুটেজ নেই।

দোকানদার জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েকটা এজেন্সি নিয়ে গেছে। আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং বলি, আপনারা তো ধরতে পারেন। কিন্তু তারা ধরছে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, ২০২৩ সালের ২৯ অক্টোবর ডা. গোলাম কাজেম আলী আহমেদ নৃশংসভাবে খুন হন। এ নৃশংস খুনের বিচার চেয়ে রাজপাড়া থানায় পরের দিন ৩০ অক্টোবর ডা. কাজেমের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন সোমা একটি খুনের মামলা দায়ের করেন। যে মামলা নম্বর- রাজপাড়া থানা-৩৪।

তিনি বলেন, খুনের ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলার কোন অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না। এই শহরে জানমালের নিরাপত্তার জন্য এ শহরে শত শত সিসি ক্যামেরা লাগানো আছে। যে স্থানে ডা. কাজেম খুন হয়েছে সেখানেও সিসি ক্যামেরা লাগানো ছিল ও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এ খুনের ঘটনা তদন্ত করেছেন, কিন্তু ফ্যাসিবাদের দোসররা আসামী গ্রেফতারে কোন সহযোগিতা না করে বরং অজ্ঞাত কোন কারণে তারা বিলম্ব ঘটিয়েছে। এখন পর্যন্ত এ নৃশংস খুন সম্পর্কে কোন অগ্রগতি বা বিষয় জানতে পারছি না।

পরিবারের পক্ষ থেকে নিহতের বাবা যোগাযোগ করলে পিবিআই কর্তৃপক্ষ উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়েছে বলে জানাতে পারেননি। তিনি আরও বলেন, এ খুনের কোন সুষ্ঠু বিচার আমরা পাবো কি না! কারণ দীর্ঘ এক বছর সময়কাল অতিবাহিত হলেও কোন ধরনের সামান্যতম অগ্রগতি আমাদের জানানো হচ্ছে না। এ খুনের সাথে কারা জড়িত তা জানতে চায়। তার স্ত্রী-সন্তানেরাও জানতে চায় খুনি কে? কেন খুন করা হলো? পরিবর্তীত রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে তাই আজ আমরা নিহত ডা. কাজেমের বাবা মা, স্ত্রী-সন্তান, ভাই বোন, আত্মীয়-স্বজন ও সর্বন্তরের চিকিৎসকদের পক্ষ থেকে ডা. কাজেমের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, নিহত ডা. কাজেম আলীর ঘনিষ্ঠ বন্ধু ডা. জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহীর সর্বস্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট