1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
 গাইবান্ধার দক্ষিণ চরিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ “রাজশাহীর পবায় ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা “চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা”-রাজশাহীতে রিজভী বাঘায়  বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্বরণে স্বরণ সভা ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ আইনজীবী আলিফ হত্যাকাণ্ড : চিন্ময়ের ডিভিশন বাতিলের দাবি আইনজীবী নেতার রাজশাহীতে থাযোগ্য মর্যাদায় আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝালকাঠিতে রূপান্তরের আইন সহায়তা কমিটির ওরিয়েন্টেশন আত্রাইয়ে ছাত্র- জনতার গণঅভ্যুথ্যানে আহত ও শহীদদের স্মরণ সভা পাবনার চাটমোহরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা 

সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজশাহীর বাঘা পৌরসভার চেহারা পাল্টে দিতে চাই -সদ্য নির্বাচিত মেয়র আক্কাছ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি বাঘা…………………………………………….

রাজশাহরি বাঘা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী বলেছেন, সর্বস্তরে মানুষের ভালবাসা ও  সহযোগিতা নিয়ে বাঘা পৌরসভার চেহারা পাল্টে দিয়ে একটি আধুনিক পৌরসভায় রূপ দিতে চাই। গত বছরের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন তিনি

 

বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাসহ ৫জন। সোমবার (৯জানুয়ারি’২৩) সন্ধ্যার পর সোনারতরী-৭১ এর আয়োজনে বাঘা পৌর সদরে দেওয়া সংবর্ধনা ও সন্মাননা অনুষ্ঠানে আক্কাছ আলী বলেন, আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। ৯টি ওয়ার্ড নিয়ে বাঘা পৌরসভা একটি বড় ও উচ্চাভিলাষী করপোরেশন। বিগত সময়ে মানুষের চাহিদা-আকাঙক্ষার অনেক কিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি। এখানকার উন্নয়নের দায়িত্ব এখন আমার । সে কারণে দাবি, অন্যান্য পৌরসভার মতো বাঘা পৌরসভার উন্নয়নে সরকার নজর দিবেন। তাহলে পৌরবাসীকে আমি একটি আধুনিক পৌর শহর উপহার দেব।

 

তিনি বলেন, মাত্র ১৫ দশমিক৭৮ বর্গকিলোমিটার এলাকার বাঘা পৌরসভার মহল্লার সংখ্যা ২০টি। আমাকে সমপরিমাণ দিলেও পিছিয়ে পড়া এ এলাকার চেহারা পাল্টে দেব। বিগত বছরগুলোতেও মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। পৌরতে থেকেও তাঁরা গ্রামের বাসিন্দা। আমি এবার এসব সমস্যা নিয়ে কাজ করতে চাই। পৌর শহরের জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা খাতে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আক্কাছ আলী বলেন, পরিকল্পনা অনুসারে এবার শুরু থেকেই আমাদের চাহিদা সরকারের কাছে ডকুমেন্টারি আকারে উপস্থাপন করব। আমি আমার ন্যায্য হিস্যা বুঝে নেব। বিগত বছরগুলোর তুলনায় এখন চাহিদা বেড়েছে। এ কারণে আশা করছি, এই মেয়াদে বাঘা পৌরবাসির সব চাওয়া-পাওয়া পূরণ করতে পারব।

 

মেয়র আক্কাস বলেন, এটি আমার নির্বাচনী অঙ্গীকারও। আমি ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না। বাঘা পৌরবাসী যে কোনো প্রয়োজনে সুখে-দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট