# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………..
নতুন কোনো করারোপ ছাড়াই রহনপুর পৌরসভার ২০২২-২০২৩ সালের বাজেট ঘোষণা করা হয়েছে।রবিবার (৫ জুন) দুপুরে মেয়র কক্ষে হল রুমে ৫০ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকার ৬৬৯ বাজেট পেশ করেন।
রহনপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খায়রুল হক প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে প্রারম্ভিক স্থিতিসহ আয় ৫০ কোটি ৯২ লক্ষ ১০ হাজার ৬৬৯ টাকা।সমাপনীসহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৯২ লাখ১০ হাজার ৬৬৯ টাকা।
বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আফজাল হোসেন । বাজেটের ওপর বক্তব্য দেন গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল নাহিদ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল প্রমূখ।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ মতিউর রহমান খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছেন। পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলরাসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।।#
এডিট: আরজা/০৭