নাটোরের লালপুরে ইমো হ্যাক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩১ মে, ২০২২
-
২৬০
বার এই সংবাদটি পড়া হয়েছে
ছবি: মেহেরুল ইসলাম
# মেহেরুল ইসলাম মোহন লালপুর থেকে………………………
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাঁকার মোড় নামক স্হান হতে ইমো হ্যাক প্রতারণা চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩১শে মে)রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাঁকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
মঙ্গলবার সকালে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। র্যাব ০৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রেসব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযান চলাকালে ঐ এলাকার পাঁকার মোড় নামক স্হান হতে ইমো হ্যাক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি(২৫),মোহরকয়া ভাঙা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবিউল ইসলাম(২২) ও নাগশোষা গ্রামের সাজদার রহমানের ছেলে আরিফুল ইসলাম(৩০)।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল,৫টি মোবাইল ফোন,ও ০৯ টি সিমকার্ড জব্দ করা হয়। র্যাব আরও জানায়, আকটকৃতরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
পরে আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপদ আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য যে,গত(১৪ই মে হতে ২১শে মে ২০২২ইং তারিখ)১ সপ্তাহের ব্যাবধানে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব,ডিবি ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইমো প্রতারণা চক্রের ২৪ জন সদস্যকে গ্রেফতার করেছিলেন।#
এডিট: আরজা/০৫
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ