1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ -২ আসনে ধানের শীষের কান্ডারী সামসুজ্জোহা খান চারঘাট-বাঘা আসনে চাঁদকে মনোনীত করায় আনন্দে নেতা-কর্মীরা, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহাজাহান মিয়া, আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন পেলেন যারা রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা সাতক্ষীরা ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‎ ‎ খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‎ ‎ বাঘায় গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ভূরুঙ্গামারীতে কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, বিচার দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া থেকে………………………………..

 

কুষ্টিয়ার মিরপুরে খোলা মাঠে অবৈধভাবে করা বিদ্যুতের ফাঁদে আব্দুল হক ওরফে হক সাহেব (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা মালিহাদ ইউনিয়নের আবুরী মাঠপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হক মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী মাঠপাড়া গ্রামের মৃত ইয়ামিন আলীর ছেলে। নিহতের ছেলে পলাশ বলেন, রবিবার (২৯ মে) রাতে মরিচের চারা কেনার জন্য পাশ্ববর্তী খবির উদ্দিনের ছেলে শুকচাঁদ আলীর সঙ্গে কথা বলেন আমার বাবা। সকালে তাকে সঙ্গে নিয়ে তার জমিতে চারা কিনতে যান। পরে খবর আসে মাঠে মরিচের জমির আইলে আমার বাবা মারা গেছেন।

 

পলাশ অভিযোগ করে বলেন, জমির চারপাশে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পেতে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। নিহতের ফুপাতো ভাই আহাম্মদ আলী জানান, খোলা মাঠে বিদ্যুতের ফাঁদ পেতে রাখার কারণে আমার ভাই মারা গেছেন। এ ফাঁদ পেতে রাখা জমির মালিকও তার সঙ্গেই ছিলেন। স্থানীয় কৃষক আসাদুল হক বলেন, কাউকে না জানিয়ে ঝুঁকিপূর্ণভাবে খোলা মাঠে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখলে তাতে যে কেউ মারা যেতে পারেন। মাঠে অনেকেই চলাচল করেন। এভাবে বিদ্যুতের লাইন দিয়ে রাখবে মানুষ বুঝবে কিভাবে! আরেক কৃষক শামিম হোসেন বলেন, মাঠে কাজের সময় বাসা থেকে বাচ্চাদের দিয়ে খাবার পাঠানো হয়। মাঠে আসার সময় এসব ফাদেঁ বাচ্চারা বিদ্যুৎপৃষ্ট হতে পারে। এ ধরনের ঝুঁকিপূর্ন ফাঁদেই আমাদের এলাকার এক কৃষকের প্রাণ গেলো।

 

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনান্দ কুমার কুণ্ডু জানান, অসাধু উপায়ে বিদ্যুতের অপব্যবহারের অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আব্দুল হকের মৃত্যুতে দোষীদের বিচারের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। আর ঘটনার পর থেকেই অভিযুক্ত শুকচাঁদ আলী পলাতক রয়েছেন। #

এডিট: আরজা/১৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট