
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে ফিতা কেটে নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

এ সময় তিনি বলেন, সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পরে তিনি টিকোরী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।#