1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার তাত্ত্বিক শিক্ষার বাইরে সাংবাদিকতা: জাবি টু রেডিও পদ্মা ৯৯.২ এফএম ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের আত্রাইয়ে গণভোট বিষয়ক সভা অনুষ্ঠিত জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ

জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার তালগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর, বসতভিটা দখলের চেষ্টা, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারী গোদাগাড়ী উপজেলার কাকনহাট শোনশুনি পাড়ার বাসিন্দা মইদুল ইসলাম।

তিনি এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি), গোদাগাড়ী বরাবর পাঠানো হয়েছে। এ সংক্রান্ত কিছু প্রমাণ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। লিখিত অভিযোগে রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকলেও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম মনি রাজশাহী মহানগর জামায়াতের রাজপাড়া থানা কমিটির আমির। তিনি গোদাগাড়ীর শোনশুনি পাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে এবং বর্তমানে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় বসবাস করছেন।

অভিযোগে মইদুল ইসলাম উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে নুরুল ইসলাম মনি ও তার সহোদররা কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার সরকারি রাস্তার পাশ থেকে ২২টি প্রাপ্তবয়স্ক তালগাছ কেটে বিক্রি করেন। এছাড়া, গত ২৫ ডিসেম্বর মনির মদদে তার ভাই রফিকুল ইসলামসহ অন্যরা একই রাস্তার পাশ থেকে আরও সাতটি তালগাছ কাটেন। এতে তিনি প্রতিবাদ জানালে তার খামারের ভেতরে থাকা একটি বরই গাছও জোরপূর্বক কেটে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Open photo NaN

মইদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, বিষয়টি তিনি স্থানীয় ভূমি অফিসে মৌখিকভাবে জানালে ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলামসহ অন্যরা তার বসতভিটা দখলের চেষ্টা করেন। বাধা দিলে তাকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং গত ৪ জানুয়ারি গোদাগাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরদিন ৫ জানুয়ারি রফিকুল ইসলাম নিজেকে আহত দেখিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেন। এরপর থেকেই মনি ও তার ভাইয়েরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি তালগাছ লুটের ঘটনায় নুরুল ইসলাম মনি ছাড়াও তার ভাই রফিকুল ইসলাম, শামসুল আলম ও সালাহউদ্দীন সরাসরি জড়িত। তারা সরকারি রাস্তার ২৯টি প্রাপ্তবয়স্ক তালগাছ প্রকাশ্যে কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম মনি বলেন, “আমি ছোটবেলা থেকেই রাজশাহী শহরে থাকি। ওই এলাকার জমিজমা সম্পর্কে আমি অবগত নই। এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার ভাইয়েরা সেখানে থাকেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন।” তার ভাই শামসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সরকারি রাস্তার কোনো তালগাছ কাটিনি। নিজেদের জমির আটটি তালগাছ কেটেছি। রাস্তার গাছ কে কেটেছে, সে বিষয়ে আমি জানি না।”

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাদাত রত্ন বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হবে। যদি সরকারি রাস্তার গাছ কাটা হয়ে থাকে, বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট