
বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ,চাঁপাইনবাবগঞ্জ : ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকারসহ ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগদুয়ারপাড়া নিজস্ব কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি সাইদ আলী, সহ-সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ অন্যরা।
এ সময় বক্তারা- শ্রমিকদের ১২ দফা দাবি তুলে ধরে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।#